
মঙ্গলবার ০৬ মে ২০২৫
বিভাস ভট্টাচার্য: অবশেষ বৌবাজারের পথ পেরিয়ে গেল মেট্রোরেল। মঙ্গলবার সকালে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রথম ট্রায়াল রান হল। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা এই ট্রায়াল রান-এ উপস্থিত ছিলেন। ট্রেনটি তাঁদের নিয়ে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যায়।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মঙ্গলবার ট্রায়াল রানের জন্য সোমবার রাতেই একটি ট্রেন এসপ্ল্যানেড থেকে শিয়ালদায় নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত থার্ড লাইন-এ বিদ্যুৎ সংযোগের কাজও সম্পন্ন করেছে মেট্রো। সেইমতো এদিন সকাল এগারোটার পর এই ট্রায়াল রান শুরু হয়। খুব ধীরে ধীরে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড-এর দিকে এগোতে থাকে ট্রেনটি।
রেলের একটি সূত্র জানায়, ট্রেনটি যখন নির্বিঘ্নে বৌবাজার পেরিয়ে যায় তখন সকলের মুখেই ছিল তৃপ্তির হাসি। জেনারেল ম্যানেজার গোটা পথ নিজে পর্যবেক্ষণ করতে করতে যান। ট্রেনের এই মন্থর গতির কারণ জানাতে গিয়ে মেট্রোর এক আধিকারিক বলেন, 'প্রথম ট্রায়াল রান সবসময়ই ধীর গতিতে হয়। কারণ, গোটা পথে নানা বিষয় পর্যবেক্ষণ করতে করতে যেতে হয়। পরবর্তী সময়ে ট্রেনের গতি বাড়িয়ে দেখে নেওয়া হয়।'
২০১৯ সালের বৌবাজার বিপর্যয়ের পর অনিশ্চিত হয়ে পড়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রাস্তা। একদিক থেকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা এবং অন্যদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোরেলের যাত্রা শুরু হলেও কবে বৌবাজারের ভুগর্ভস্থ কাজ শেষ হবে সেটাই হয়ে ওঠে আলোচনার বিষয়। কারণ, ২০১৯ সালে বৌবাজারে মাটির নিচে মেট্রোরেলের কাজ চলার সময় মাটির উপর বড়সড় বিপর্যয় ঘটে। মাটি ধসে একের পর এক বাড়ি হয় আংশিক ভেঙে যায় বা হেলে পড়ে। পরবর্তী সময়ে বিপর্যয় সামাল দিয়ে মেট্রোর কাজ ফের শুরু হলেও মাঝে মাঝেই ওই এলাকায় মাটির উপরে সমস্যা দেখা দিয়েছিল। শেষপর্যন্ত সব পরিস্থিতি মোকাবিলা করে মঙ্গলবার সফলভাবেই বৌবাজার পেরিয়ে গেল মেট্রোরেল।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪